বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৬:৫১ am
বিনোদন ডেস্ক :
হঠাৎ করেই এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে আলোচনায় ঢাকাই সিনেমার চিত্রনায়ক জয় চৌধুরী ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। ব্যক্তিজীবনে এই দুই তারকাই বিবাহিত। যদিও বর্তমানে স্বামীকে ডিভোর্স দিয়ে আলাদা থাকছেন মাহি।
এরই মধ্যে গুঞ্জন উঠলো, এক নায়কের সঙ্গে প্রেমে জড়িয়েছেন এই অভিনেত্রী। সেই নায়কের নাম জয় চৌধুরী। গুঞ্জনের সূত্রপাত তাদেরই সমন্বিত এক মন্তব্যেকে কেন্দ্র করে।
সম্প্রতি ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছেন মাহি-জয়। সেখানেই তারা জানান, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান। যেটা খুব গোপন। কারণ পর্দায় দুজন কখনোই একসঙ্গে কাজ করেননি।
তাহলে কীভাবে এমন গভীর বন্ধুত্ব গড়ে উঠলো? সে বিষয়ে ওই অনুষ্ঠানে মাহি বলেন, ‘অল্প সময়েই জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ওর সঙ্গে ২০১৯ থেকেই আমার বেশ ভালো সম্পর্ক। কিন্তু গোপন রেখেছিলাম। কারণ, যেকোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।’রা/অ