শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০২:৩০ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নাচোলবাসীর পক্ষ থেকে “ঢাকাস্থ নাচোল উপজেলা সমিতি”র প্রতিষ্ঠাতা সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সন্ধায় নাচোল বাসস্ট্যান্ড এলাকার ড্রীম ক্যাফে থ্রীতে নাচোলবাসীর আয়োজনে নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে নাচোলের মাক্তাপুর গ্রামের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমানকে নাচোলের সুধী মহলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় নাচোল পাঠশালা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, নাচোল সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম, সুশিল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ওইদিন বিকেল সাড়ে ৫টায় নাচোল রেলস্টেশন মাঠে নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে “ঢাকাস্থ নাচোল সমিতি”র প্রতিষ্ঠাতা সভাপতিকে পৃথকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।
ওই সময় নাচোল সরকারি কলেজের প্রভাষক শফিকুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, ঢাকাস্থ নাচোল উপজেলা সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোশাররফ হোসেন, নাচোল ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাতা সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে জানান, রাজধানী শহর ঢাকাতে নাচোলের কৃতি শিক্ষার্থীদের ঢাঃবিঃ, ঢামেক, বুয়েটসহ নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ, জটিল-কঠিন রোগের চিকিৎসা সহায়তা ও সহযোগিতাসহ দূর্লভ সেবা প্রদানের লক্ষ্যে ঢাকাস্থ “নাচোল উপজেলা সমিতি” প্রতিষ্ঠা করা হয়েছে। রা/অ