রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩৯ pm

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
এক লাখ অটোগ্রাফ দিলেও ক্লান্ত হবেন না স্টুয়ার্ট

এক লাখ অটোগ্রাফ দিলেও ক্লান্ত হবেন না স্টুয়ার্ট

বিনোদন ডেস্ক : সাধারণ দর্শকদের কাছে তাঁর যেমন জনপ্রিয়তা, তেমনি বিকল্প ধারার সিনেমার মানুষ কদর করেন তাঁকে। ফারআউট সাময়িকী স্টুয়ার্টের সেরা ১০ সিনেমার একটি তালিকা দিয়েছে। আর মহামারিকাল হতে পারে এই সিনেমাগুলো দেখার মোক্ষম সুযোগ। সেই সিনেমাগুলোর মধ্যে আছে ‘সার্টেইন ওম্যান’, ‘পারসোনাল শপার’, ‘স্টিল অ্যালাইস’, ‘ক্লাউডস অব সিলস মারিয়া’, ‘প্যানিক রুম’, ‘দ্য রানওয়েজ’, ‘হ্যাপিয়েস্ট সিজনস’, ‘ক্যাম্প এক্স রে’, ‘ইনটু দ্য ওয়াইল্ড আর অ্যাডভেঞ্চারল্যান্ড’।

ব্রিটিশ সাময়িকী ফারআউট হলিউড তারকা ক্রিস্টেন স্টুয়ার্টের ৩১তম জন্মদিনে প্রকাশ করেছে বিশেষ ফিচার। সেখানে বলা হয়েছে, ‘টোয়ালাইট’ সিরিজের ‘বেলা সোয়ান’ চরিত্রটি ক্রিস্টেনকে এতটাই জনপ্রিয়তা এনে দেয় যে সেখান থেকে বের হয়ে সু–অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জ নিয়ে সফলভাবে ছক্কা পিটিয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট।

প্রথম আর একমাত্র হলিউড তারকা হিসেবে ক্রিস্টেন স্টুয়ার্ট পেয়েছেন ফ্রান্সের জাতীয় পুরস্কার, সিজার অ্যাওয়ার্ড। এক দশক ধরে তিনি হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক গোনা অভিনেত্রীদের একজন। ওই প্রতিবেদনে লেখা হয়েছে, জনপ্রিয় আর শৈল্পিক, দুই ধরনের ছবিতেই সমান তালে অভিনয় করে দর্শক আর সমালোচক, দুই পক্ষের কাছেই ক্রিস্টেন সমান প্রিয়।

অভিনেত্রী, নারীবাদী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ‘আইকন’ মানা হয় ক্রিস্টেন স্টুয়ার্টকে। এ বিষয়ে জন্মদিনে ব্রিটিশ একাডেমি পুরস্কারজয়ী এই অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের প্রতিটি মুহূর্ত, আমি আজ যে মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেখানে এনেছে। তাই আমার যাত্রার ভুল–ঠিক সব মিলিয়েই এই আমি। ভুল থেকে যদি আপনি শিক্ষা নেন, তাহলে ভুল আর ভুল থাকে না। আমি কখনোই মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দু হতে চাইনি। চাইনি তারকা হতে। আমি কেবল ভালো অভিনেত্রী হতে চেয়েছি। আমি যা, আমি তা–ই হয়ে ফুটে উঠতে চেয়েছি। তবে হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই অটোগ্রাফ দিতে চাইতাম। কারণ, কাগজে আমার নিজের নাম লিখতে ভালো লাগত। আমার ধারণা, এক লাখ অটোগ্রাফ দিলেও আমি ক্লান্ত হব না।’ আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.