রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:০৮ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম। ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক বার্তার মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে এ শুভেচ্ছা জানান তিনি।
বার্তায় তিনি জানান, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকলকে। এই সময় আমি তানোর বাসীর সকল শ্রেণী পেশার মানুষদের সহযোগিতা কামনা করছি।
তিনি এবারের ঈদে দূর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া মোটরসাইকেল না চালিয়ে ট্রাফিক আইন মেনে সচেতনতার সহিত গাড়ী চালানোর আহ্বান জানান।
ঈদের সকলের সাথে বিনয়ী আচরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, কোন রকম বিবাদ/দলগত মারামারি করা থেকে বিরত থাকবেন, মাদক সেবন থেকে বিরত থাকবেন, মাদক প্রতিরোধে সামাজিকভাবে গুরুত্ব বাড়াবেন, নিজের ও এলাকাবাসির স্বার্থে সকলকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার জন্যও তিনি অনুরোধ করেন।
এ বার্তার মাধ্যমে ঈদ-উল-ফিতর উপলক্ষে তানোরসহ সারা দেশবাসীকে জানাই “ঈদ মোবারক”। রা/অ