বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ১০:২৯ pm
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের লোকজনের জন্য মানবতার কর্নার স্থাপন করে এবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট সমাজসেবক শওকত আকবর। মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘যার প্রয়োজন নিয়ে যাও, যার প্রয়োজন নাই রেখে যাও’ এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে বুধবার দুপুরে এই মানবতার কর্ণার উদ্বোধন করা হয়।
গ্রীন বাংলাদেশ ডেভেলপারের চেয়ারম্যান ও নওগাঁ জেলা কল্যাণ সমিতির সভাপতি শওকত আকবর গ্রীন বাংলাদেশ টাওয়ারে বালিয়াপুকুর ফ্ল্যাটে মেইন গেটের সামনে এই কর্ণারটি স্থাপন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ্ মুখদুম কলেজের প্রভাষক কানিজ ফাতিমা জোতি, প্রভাষক তৌহিদুল ইসলাম, নন্দন সাহিত্য একাডেমির চেয়ারম্যান সাইদুর রহমান, গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার আকরাম হোসেন ও গ্রীন বাংলাদেশ ডেভেলপারের ম্যানেজিং ডাইরেক্টর ওয়াশিম রেজা।
এই মানবতার কর্ণারে ধনী ব্যক্তিরা তাদের অপ্রয়োজনীয় প্যান্ট, শার্ট, শাড়ি, লুঙ্গী ও পাঞ্জাবীসহ যাবতীয় পোশাক রেখে যাবেন। আর যার প্রয়োজন তিনি নিজের পছন্দমত রেখে যাওয়া পোশাক নিয়ে যেতে পারবেন।
এদিকে এই মানবতার কর্ণার স্থাপনের পর থেকেই রাজশাহী মহানগরীতে বসবাসরত গরীব, অসহায় ও দুস্থ পরিবারের লোকজনের মাঝে ধনী ব্যক্তিদের রেখে যাওয়া পোশাক নিতে ব্যাপক সাড়া পড়েছে। অপরদিকে এই মানবতার কর্নার স্থাপন করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন মানবতার ফেরিওয়ালা শওকত আকবর। সমাজসেবক শওকত আকবর প্রায় একযুগ ধরে রাজশাহী মহানগরীতে বসবাস করে বিভিন্নভাবে মানবকল্যাণে কাজ করে আসছেন।
এর আগে তিনি ২৪ শতক জমি ক্রয় করে এলাকার গরীব, অসহায় ও ভূমিহীণ পরিবারের মৃত ব্যক্তিদের বিনা খরচে দাফনের জন্য তাঁর জন্মস্থান নওগাঁ জেলার মান্দা উপজেলার কশব ইউনিয়নের চকচোয়ার গ্রামে গোরস্থান নির্মাণ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবার ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের লোকজনের জন্য মানবতার কর্নার স্থাপনের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেন। রা/অ