শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪০ am
শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়ায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই এলাকার আলতাফ হোসেনের ছেলে। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ইকবাল হোছাইন।
স্থানীয়রা জানান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান টিপু ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। ইউপি নির্বাচন ঘনিয়ে আসায় নিজেদের অস্তিত্ব জানান দিতে দ্বন্দ্বে জড়াচ্ছে দুই গ্রুপ। গত দুদিন আগেও কাজীপাড়ার ডাকু ও মতিউর রহমান মারামারি করেন। একইদিন সন্ধ্যায় পুলিশ তাদের দুজনকেই আটক করে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয় এতে দুজনই কারাগারে রয়েছে। এর মধ্যে ডাকু টিপুর অনুসারী ও মতিউর জসীম উদ্দীনের অনুসারী। এরপর থেকেই উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ওই ঘটনার সূত্র ধরেই হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে- পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে কি না, সেটি এখনই নিশ্চিত বলা যাবে না।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রেজওয়ানুল হক মণ্ডল জানান, জমির ড্রেন কাটাকে কেন্দ্র করে শুক্রবার দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় আব্দুর রহমানকে লাঠি দিয়ে বেদম প্রহার ও ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করা হয়েছে। ফের যেন কোনো হামলার ঘটনা না ঘটে এ জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজকের তানোর