বুধবা, ২৭ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩৬ am
নিজস্ব প্রতিবেদক, বাঘা :
রাজশাহীর বাঘায় প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে ৭ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার তেপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিন ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।
জানা যায়, তেপুকুরিয়া গ্রামে ইনছার আলীর আলিফ ট্রেডার্স নামে ৩৩ শতাংশ জমির উপর প্লাস্টিকের কারখানা গড়ে তুলেন। কারখানায় ক্যারেট, বস্তা, কাগজ, ক্যারেটের কুচা, ক্যারেট ভাঙা মেশিনসহ প্রায় ১৫ কোটি টাকার মালামাল ছিল।
শুক্রবার বেলা ৩ টার দিকে প্লাস্টিকের গোডাউনে আগুনের ধোয়া উড়তে দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে বাঘা, চারঘাট, পুঠিয়া ও লালপুর সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট তিন ঘণ্টার অভিযানে আগুন নিয়ন্ত্রণ করে।
আগুন নেভাতে গিয়ে আহতরা হলেন- গোডাউন মালিক মুনছার আলী (৩৫), ইনছার আলী (৫০), ইয়াজুল ইসলাম (৩৭), আয়ুব আলী (৩৪), রেজাউল করিম (৩৬), আমিরুল ইসলাম (১৯), সবুজ রানা (২২)। এ অগ্নিকাণ্ডের ঘটনার পর আলিফ ট্রেডার্সের মালিক ইনছার আলী আলী জ্ঞান হারিয়ে ফেলায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাঘা উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ৪টি ইউনিট বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ৩ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণ করে।
রাজশাহী ফায়ার স্টেশনের উপ-পরিচালক ওহিদুর ইসলাম বলেন, ঘটনাস্থলের পাশে একটি পুকুর থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। এই আগুন নিয়ন্ত্রণ করতে সহায়তা করেছেন বাঘা, চারঘাট, পুঠিয়া ও লালপুর ফায়ার স্টেশনের লোকবল।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে চারটি ফায়ার ইউনিট ঘটনাস্থলে যায়। এ সময় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলুও সেখানে উপস্থিত ছিলেন। রা/অ