বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৮:০৬ am

সংবাদ শিরোনাম ::
পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত
জাহাঙ্গীরের জনপ্রিয়তাই ধস, জনগণের ভালোবাসায় সিক্ত বেলাল

জাহাঙ্গীরের জনপ্রিয়তাই ধস, জনগণের ভালোবাসায় সিক্ত বেলাল

দেলোয়ার হোসেন সোহেল :
দিন যতই যাচ্ছে দরজায় কড়া নাড়ছে উপজেলা নির্বাচন। আর এই নির্বাচন ঘিরে প্রার্থীরা বিভিন্ন কৌশলে ভোটার ও জনসাধারণের ভালোবাসা এবং সমর্থন পেতে গণসংযোগসহ প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাচনে ব্যতিক্রম কিছু নয়, সমাজসেবক ও তরুণ যুবলীগ নেতা বর্তমান সফল ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পরপরই এই উপজেলাজুড়ে ভোটারদের মাঝে বাড়তি উদ্দীপনা কাজ করছে।

বাড়তি উদ্দীপনার কারণ হিসেবে বলা যায়, গোদাগাড়ী উপজেলার দুই পৌরসভা ও নয়টি ইউপির ওয়ার্ড গুলোতে বেলাল উদ্দিন সোহেলের নির্বাচনি গণসংযোগ উঠান বৈঠক ও জনসভায় হাজার হাজার ভোটারের উপস্থিতিতে ভোটারদের মন জয় করছে।

প্রসঙ্গ, বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন থেকে আসন্ন উপজেলা নির্বাচনে নৌকা প্রতিক বা সমর্থন দিচ্ছেন না এমনকি কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা নির্বাচনে আ.লীগ দলীয় কোন প্রভাব খাটানো যাবে না। এমন খবর ছড়িয়ে পড়লে গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থনরা ঝেড়ে কেসে নিজের ইচ্ছে মতো পছন্দের প্রার্থীর দিকে ঝুঁকছেন।

কিন্তু বর্তমান গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের প্রতিনিধিত্বে ধস নেমেছে। তার প্রমান হিসেবে রাজনীতির মাঠে মিলছে। উপজেলা পরিষদের নির্বাচনে নতুন প্রার্থী বেলাল উদ্দিন সোহেলের বড় বড় পরিসরে মোটরসাইকেল শোডাউন, উঠান বৈঠক, গণসংযোগ ও ইফতার মাহফিলে চোঁখ বুলালে বোঝা যায়।

গোদাগাড়ী উপজেলার বেশ কয়েকটি ইউপিতে সরজমিনে ঘুরে বিভিন্ন পেশাজীবির মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের সাথে কথা বলে যা পাওয়া গেছে, গত ৫ বছর উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন জাহাঙ্গীর আলম। তার আমলে উপজেলা পরিষদ থেকে তেমন কোনো বড় ধরনের উন্নয়ন আছে তা চোখে পড়ে না জনসাধারণের। চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের রাজনীতিক কর্মকাণ্ডেই, জনসমর্থন মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন গোদাগাড়ী উপজেলার একশ্রেণীর আওয়ামী লীগ নেতাকর্মীরা। রীতিমত অভিযোগ এনে নেতাকর্মীরা বলেন, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাধারণ মানুষের সঙ্গে খুব একটা মিশতেন না। চিঠি দিয়েও পাওয়া যেতো না ছোটখাটো কোনো আয়োজনে। ভোটার ও কর্মীদের অমূল্যায়নসহ বিভিন্ন কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা।

সেই হিসেবে আসন্ন গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। ইতিমধ্যে তিনি গোদাগাড়ী উপজেলার দুইটি পৌরসভা ও নয়টি ইউপি ওয়ার্ডের পাড়া মহল্লায় তরুণ মেধাবী, সমাজ সেবক পরিশ্রমী নেতা হিসেবে আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন।

অনেক আগেই তরুণ সফল রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক হিসেবে তিনি নিজ ইউপিতে সাধারণ মানুষসহ সকল শ্রেণী পেশার মানুষের নেতা হিসেবে মন জয় করতে পেরেছেন। পাশাপাশি চেয়ারম্যান হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
উপজেলা নির্বাচন ঘিরে পৌর ও ইউপির প্রতিটি এলাকায় গিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময়সহ গণসংযোগ করে চলেছেন।

এতে উপজেলার জনসাধারণ চেয়ারম্যান হিসেবে তরুণ মানুষ বেলাল উদ্দিন সোহেলের দিকেই ঝুৃঁকছেন। কারণ হিসাবে বলা যায়, সকল শ্রেণী পেশা মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করেন সোহেল। শুধু তাই নয়, তার কাজই হচ্ছে অসহায় মানুষকে সহযোগিতা করা। মহামারি করোনা কালে ব্যক্তিগতভাবে দেওপাড়াসহ গোদাগাড়ী উপজেলার ঘরবন্দী অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী দিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছিলেন সে সময়।

সবমিলি ভালোবাসার জয় হতে চলেছে আগামী গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে। তাই তো উপজেলা জুড়ে ভালোবাসা বিলি করে বেড়াচ্ছেন বেলাল উদ্দিন সোহেল। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.