বুধবা, ০৯ অক্টোব ২০২৪, সময় : ০৯:৪৪ am
ডেস্ক রির্পোট :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতের কবলে পড়ে লেবু মিয়া (৪৫) নামে এক কলা ব্যবসায়ী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার ইসলামপুর ফুলপুকুরিয়া সড়কের কাদনীপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত লেবু মিয়া গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর জঙ্গলমারা গ্রামের আবুল হোসেনের ছেলে।
সংশ্লিষ্টরা জানান, তিনজন কলা ব্যবসায়ী রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় তারা ৫-৭ জনের ডাকাতদলের কবলে পড়েন। এর মধ্যে নিহত লেবু মিয়ার গলা কেটে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুরুতর আহত হন একই গ্রামের দক্ষিণপাড়ার নুর বক্তার ছেলে শাহ আলম (৪৫)। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ছাড়া ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে বাঁচেন শহিদুল নামে আরেক ব্যবসায়ী।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রা/অ