শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০১:০৪ pm
ডেস্ক রির্পোট :
আবারও আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা-কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা।
শনিবার (৩০ মার্চ) দুপুর দুইটার জড়িত ৬ জনকে স্থায়ী বহিষ্কার করা না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
সকালে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার থেকেই ক্যাম্পাসে আন্দোলন কর্মসূচি চলছ্।ে শনিবার সকাল থেকে ক্যাম্পাসে আবারও শুরু হয় এই অবস্থান কর্মসূচি। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধসহ ছয় দফা দাবি জানিয়ে আসেছে বিক্ষুব্ধরা।
অন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ২০১৯ সালে আবরার হত্যার পর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছিলো। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার রাতে কতিপয় ছাত্রলীগ নেতাকর্মী ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম চালান।
এর প্রতিবাদে ৫ দফা দাবিতে শুক্রবার বেলা আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত টানা বিক্ষোভ করে। তারই অংশ হিসেবে শনিবার সকাল থেকেই বিক্ষোভের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচির মধ্যেই ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করা হয়েছে। রা/অ