রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৫১ pm
ডেস্ক রির্পোট :
চার দফায় ৫৬০ শহিদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করলো সরকার। রোববার (২৪ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এই তালিকা প্রকাশ করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
চার পর্বে ১৭টি পেশার শহীদ বুদ্ধিজীবীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরমধ্যে ১৪টি ক্যাটাগরি থেকে ৫৬০ জনের নাম প্রকাশ করা হয়েছে।
এই তালিকায় রয়েছেন- শিক্ষক ১৯৮, আইনজীবী ৫১, চিকিৎসক ১১৩,সরকারি ও বেসরকারি কর্মচারী ৩৭, প্রকৌশলী ৪০, সংস্কৃতিসেবী এবং সমাজসেবী ২৯, চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, শিল্পকলার অন্যান্য শাখার সংশ্লিষ্ট ব্যক্তি ৩০, সাংবাদিক ও সাহিত্যিক ১৮ জন করে, রাজনীতিক ২০, বিজ্ঞানী ৩ এবং দার্শনিক, গবেষক ও একজন চিত্রশিল্পী।
২০২১ সালের ৭ এপ্রিল প্রথম ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ করে মন্ত্রণালয়। এরপর ২০২২ সালের ২৯ মে দ্বিতীয় তালিকায় ১৪৩ জন। সবশেষ ১৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হয় ১০৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা। রা/অ