শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৯ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
নাচোলে ১৮ ফেব্রুয়ারি নাচোল জনতা ব্যাংকের সামনে থেকে শরিফুজ্জামান মিলন (৬০), পিতা-মৃত নুরুল ইসলাম: গ্রাম- মাক্তাপুর, উপজেলা/থানা- নাচোল, জেলা -চাঁপাইনবাবগঞ্জ এর একটি পুরাতন ব্যবহৃত ব্যাটারি চালিত দোলনা (অটো) গাড়ি চুরি হয়।
পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা এলাকা সদর থানার আমনুরা ও রাজশাহী জেলার তানোর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আন্তঃজেলা অটো গাড়ী চোর চক্রের ৪ জন সক্রিয় সদস্য ব্টক করে।
গ্রেফতারকৃতরা হলেন- ১। আওয়াল (২৮), পিতা- আমিরুল ইসলাম, গ্রাম- বেগমনগর, থানা- গোমস্তাপুর, জেলা -চাঁপাইনবাবগঞ্জ, ২। আশিক আলী (২৩), পিতা- পাচু ওরফে টুকু আলী, গ্রাম-ডুমনীপাড়া আড়গাড়াহাট থানা- শিবগঞ্জ, জেলা -চাঁপাইনবাবগঞ্জ, ৩। নাইম (২৭), পিতা- মুকুল, গ্রাম- আমনুরা মিশন শিশাতলা, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা –চাঁপাইনবাবগঞ্জ। ৪। সেলিম হোসেন (২৩), পিতা- মফিজুদ্দিন, গ্রাম- সাদীপুর, উপজেলা/থানা- তানোর, জেলা -রাজশাহী ।
আজ-২৩ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এবং চোরাই যাওয়া অটো গাড়ীটি উদ্ধার করা হয়। রা/অ