রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩০ am
নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
রাজশাহীর বাগমারায় মন্ত্রীর নিরাপত্তা দিতে আসা পুলিশের গাড়িতে হামলা ঘটনা ঘটিয়েছে সদ্য নির্বাচিত এমপি আবুল কালাম আজাদের ক্যাডার বাহিনী। পরে চালক দ্রুত গাড়িটি তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে নিজেকে রক্ষা করে।
জানা গেছে, মহিলা লীগের এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বুধবার বাগমারার তাহেরপুরে আসেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। এ জন্য তাহেরপুর পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ঝিকরা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বেশ কয়েকজন পুলিশ সদস্য সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের স্টিকার সম্বলিত একটি পিকআপযোগে তাহেরপুর আসলে এমপি কালামের লোকজন ওই গাড়িতে হামলা চালিয়ে গাড়িটি ভাংচুর করে। ইঞ্জিনিয়ার এনামুল হক ২০০৮ সালে এমপি নির্বাচিত হওয়ার পুলিশের চলাচলের সুবিধার জন্য পিকআপটি উপহার দিয়েছিলেন। যা এখনো পুলিশ ব্যবহার করছে।
এ বিষয়ে যোগীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ নয়ন হোসেন বলেন, গাড়িটি ঝিকরা পুলিশ ক্যাম্পে ব্যবহৃত হত। সাবেক এমপির উপহার দেওয়া ওই গাড়িযোগে যোগীপাড়া তদন্ত কেন্দ্রে ও ঝিকরা ফাঁড়ির ১০ জন পুলিশ সদস্য বুধবার সকালে মন্ত্রীর নিরাপত্তা দেওয়ার জন্য তাহেরপুরে গিয়েছিল। সেই গাড়ি থেকে পুলিশ সদস্যরা নামার আগেই হরিতলা মোড়ে হামলা করা হয়। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। রা/অ