রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪৩ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
প্রতারণায় গ্রীণ প্লাজা রিয়েস্টেটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রতারণায় গ্রীণ প্লাজা রিয়েস্টেটের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :
গ্রীণ প্লাজা রিয়েস্টেটের জমির মালিক আবু হানিফ দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শনিবার দুপুরে রাজশাহী সংবাদিক ইউনিয়নে এ সংবাদ সম্মেলন করেন আবু হানিফ। এই জমিটি আবু হানিফ পৈতিক সূত্রে পাওয়া বলেও দাবি করেছেন। সেই জমি নিয়ে গ্রীণ প্লাজা রিয়েস্টেটের স্বত্বাধিকারী মোস্তাফিজ নানা ধরনের কুটকৌশল চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু হানিফ বলেন, উক্ত জমির মালিক আমি। যা পৈতিক সূত্রে পেয়েছি। মোস্তাফিজ তিনি গ্রীণ প্লাজা রিয়েস্টেটের স্বত্বাধিকারী। তিনি অসৎ উদ্দেশ্যে আমার এবং আমার পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। উক্ত সম্পর্কের সুযোগে সে আমার ও আমার পরিবারের সরলতার সুযোগ নিয়ে আমাকে আমার পরিবারকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ধরনের কুটকৌশল গ্রহণ করে।

তিনি বলেন, আমি গ্রীণ প্লাজা স্বত্বধাকারী মোস্তাফিজের সাথে নন-জিডিশিয়াল ষ্ট্ৰম্পে প্রাথমিক ভাবে আমাদের মধ্যে একটি চুক্তি নামা সম্পাদিত হয় । সরকারী রেজিষ্ট্রি হওয়ার পূর্বে সে আমার তৃতীয় তলা বিশিষ্ট বাড়ি ভেঙ্গে ফেলে আমাকে ও আমার পরিবারের ক্ষতি সাধন এবং সকল মালামাল নিয়ে যায় ।

পরবর্তীতে বিভিন্ন ম্যাধমে জানিতে পারি, বিভিন্ন ব্যক্তির সঙ্গে জমি নিয়ে আজ অবদি কোন এ্যাপ্টমেন্ট নির্মাণ করে নাই। বর্তমানে সে লোকজন অসহায় জীবন যাপন করিতেছে। আপনারা খবর নিলে জানিতে পারিবেন চেম্বার অফ কর্মাসে মোস্তাফিজের নামে প্রতারণার একাধিক অভিযোগ জমা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের কাছে অনেক প্রতারণার অভিযোগ জমা রহিয়াছে।আমি এসব জানিতে পারার পরে আমি ভীত হয়ে পড়ি। আমি যেহেতু সরকারী বিধি মোতাবেক রেজিষ্টারকৃত কোন দলিল সম্পাদান করি নাই।

আমি অন্য কোম্পানীর সঙ্গে পাবলিক পাটনারশিপ এ্যাক্ট এর ম্যাধ্যমে বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করি অবশেষে এসকে এন্ড ট্রাইঙ্গেল কোম্পানির সঙ্গে আমার উক্ত জমিটি দেওয়ার জন্য মনস্থির করি। পরবর্তীতে মনস্থির করার কারণে মোস্তাফিজ আমাকে সামাজিক ও আইনগতভাবে হেনস্থা করার জন্য করারর জন্য অপচেষ্টা চালায়। আজঅবদি ক্ষতিগ্রস্থ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি কিছু দিন যাবত দেকছি মোস্তাফিজ কিছু হলুদ সাংবাদিকের ম্যাধমে মিথ্যা সংবাদ পরিবেশন করছে। যার ফলে আমার এবং উক্ত এসকে এন্ড ট্রাইঙ্গেল এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব তৌরিদ-আল-মাসুদ (রনি) মান সম্মান ক্ষুন্ন করছে।

উক্ত কারণে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদে প্রকাশ করা হয়েছে যে জমি জালিয়াতি করা হয়েছে কিন্তু আমার বোধগম্য হচ্ছে না যে আমার জমি আমি কিভাবে জালিয়াতি করেছি উক্ত জমির মালিক আমি মোস্তাফিজ না। মোস্তাফিজের সাথে আমার আইনগত ভাবে রেজিষ্টাকৃত কোন চুক্তি সম্পাদিত হয়নি। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাছি এই প্রতারক মোস্তাফিজের হাত থেকে আমাকে ও আমার পারিবারকে উদ্ধার করার জন্য। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.