শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৮ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়েছে। সে সাথে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ বছর দিনটির প্রতিপাদ্য ছিল “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি।
এ উপলক্ষে শুক্রবার ১৫ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় ভোক্তা অধিকার সংরক্ষণের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সবুজ হাসান সরকার এবং ব্যবসায়ীদের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন, ১৯৬২ সালের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি মার্কিন কংগ্রেসে ভোক্তাদের অধিকার নিয়ে বক্তব্য দেন। এর স্মরণে ১৯৮৩ সাল থেকে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।
১৯৮৫ সালে জাতিসংঘ ভোক্তা অধিকার রক্ষার নীতিমালায় কেনেডি বর্ণিত চারটি মৌলিক অধিকারকে বিস্তৃত করে অতিরিক্ত আরো আটটি মৌলিক সংযুক্ত করেন।
তিনি উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণ এবং স্থানীয় প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, রোজার মাসে ভোক্তা সাধারণ যাতে কারো ব্যক্তিস্বার্থ লালসার কারণে কষ্ট না পায় সেদিকে ব্যবসায়ী, জনগণ এবং জন প্রতিনিধিসহ সকলকে সজাগ এবং ত্যাগের মনোভাব নিয়ে কাজ করার আহ্বান করেন।
পবিত্র রমজান মাসে ভোক্তা ও সেবা গ্রহীতাদের অধিকার সমুন্নত রাখতে সকলে সচেতন হবেন এবং নিজ নিজ অবস্থান থেকে ফলপ্রসূ অবদান রাখবেন। রা/অ