শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩৮ pm
মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস এবং ঢাকার আগারগাঁও কেন্দ্রীয় পাসপোর্ট অফিসের মধ্যে ইন্টারনেট সংযোগ ও অনলাইন যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয় মেরামত কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে নতুন পাসপোর্ট কিংবা পুরাতন পাসপোর্ট রি-ইস্যু করতে আগ্রহী ব্যক্তিদের ৬ এপ্রিল মঙ্গলবার হতে সব কর্মদিবসে (রোববার হতে বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে আবেদন জমা দেয়ার জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার ৩ এপ্রিল মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস এবং ঢাকার আগারগাঁও কেন্দ্রীয় পাসপোর্ট অফিসের মধ্যে ইন্টারনেট সংযোগ ত্রুটি দেখা দেয়ায় এমআরপি কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহণ করা বন্ধ ছিল।
নতুন পাসপোর্ট কিংবা নবায়নের জন্য আবেদনকারী প্রবাসী বাংলাদেশিদের মালদ্বীপের দূতাবাসে আবেদন জমা না দেয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছিল। সূত্র : যুগান্তর। আজকের তানোর