মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০১:৪২ am

সংবাদ শিরোনাম ::
বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত বাগমারার সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল ঢাকায় গ্রেপ্তার নগরীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা ধোবাউড়া সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪ মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন আজ বাগমারায় বাবা দ্বিতীয় বিয়ে করায় ছেলের আত্নহত্যা শিক্ষার্থীদের আন্দোলনে যোগদান করতে পারেননি রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : অধ্যাপক মজিবুর মোহনপুরে দুর্বৃত্তদের আগুনে মুদির দোকান পুড়ে ছাঁই এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় : সারজিস মোহনপুরে শিক্ষককে লাঞ্ছিত করে স্কুলের সিসি ক্যামেরাসহ জিনিসপত্র ভাংচুর বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন : লেখক, দুধরচকী চেয়ারম্যান-ইউএনও-প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দূর্নীতির অভিযোগ রামেক হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা রাবির ছাত্রলীগ নেতা পঙ্গু মাসুদ হত্যা ঘটনায় থানায় মামলা
তানোরে আলুর দামে কৃষকের মুখে ফিরেছে হাঁসি

তানোরে আলুর দামে কৃষকের মুখে ফিরেছে হাঁসি

এইচএম.ফারুক, তানোর :
আলুর ভালো ফলন আশানুরূপ না হলেও চাহিদা ও ক্রেতা থাকায় রাজশাহীর তানোরে আলু চাষিদের মুখে হাঁসি ফুটেছে। এ বছর আলুর বাজার ঠিক থাকলে লোকসান পুষিয়ে নিতে পারবেন আলু চাষিরা। আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণী।

কৃষকরা জানায়, এ বছর পোকার আক্রমণ কম থাকলেও আলু ক্ষেতে নাবি ধ্বসা বা মড়ক রোগ দেখা দিলেও সময় মত পরিচর্চার জন্য আলুর ফলন ভালো হয়েছে। কীটনাশকের দাম বৃদ্ধি হওয়ায় রোগ সারাতে কৃষকদের উৎপাদন খরচ গত বছরের চাইতে বেড়ে গেছে বহুগুণে।

১০ মার্চ রবিবার মাঠ ঘুরে দেখা যায়, প্রতি কেজি আলু ২৫.৫-২৭ টাকা দরে জমি থেকই বিক্রি করেছেন কৃষকরা। তবে প্রতিদিনই আলুর বাজার ওঠা নামা করছে। তবে এবছর মৌসুমের আলুর বাজার ঠিক থাকলে উপকৃত হবেন প্রান্তিক কৃষকরা এমনটাই জানান অনেক কৃষক।

কামারগাঁ ইউপির আলু চাষি মুনা সরদার জানান, প্রতিবার ৪০ বিঘা জমিতে আলু চাষ করি। গত মৌসুমে আগাম আলু বিক্রির জন্য লোকসান কম হয়েছিল । লোকসানের বোঝা মাথায় নিয়ে এবারও আলু চাষ করেছি। আলু তোলা শুরু হয়েছে। সবকিছুর বাড়তি দাম। প্রতি বিঘায় ৫৫-৬০ হাজার টাকা খরচ হয়েছে এবং বর্তমান বাজারে আলু বিক্রয় করলে বিঘায় ২০-২৫ হাজার টাকা মুনাফা হবে।

কলমা ইউপির কৃষক প্রভাষক সাজ্জাদ হোসেন জানান, গত মৌসুমে ৮০ বিঘা জমিতে আলু চাষ করে লোকসান হয়। এবারো একই পরিমান জমিতে লাভের আসায় আলু চাষ করি, বাজারে যে দাম তাতে লাভের মুখ দেখা যাবে। আলু উত্তোলন চলছে। কীটনাশক সার ও সেচের অতিরিক্ত খরচ। বাজারে প্রতিটি জিনিসের দাম দ্বিগুণ হলেও আলুর বাজারে এমন থাকলে স্বস্থির নিঃশ্বাস পড়বে ।

এদিকে, উপজেলার আলু সংরক্ষনে ব্যক্তিমালিকানাধীন ছয়টি হিমাগার রয়েছে। যার ধারণক্ষমতা ১ লাখ ৭ হাজার ১৭৫ টন। যার মধ্যে উপজেলার এএম হিমাগারে ১৪ হাজার ৯৫০, আল মদিনা সিড হিমাগারে ১০ হাজার ৭৩৫, তামান্না পটেটো হিমাগারে ১৯ হাজার ৫০০, রহমান ব্রাদার্স হিমাগারে ২২ হাজার, রহমান পটেটো হিমাগারে ২০ হাজার এবং সদ্যনির্মিত বিসমিল্লাহ হিমাগারে ২০ হাজার টন আলু সংরক্ষণ করা যাবে।

চাহিদা পূরণে উৎপাদিত আলু জমি থেকে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। কেউ ঋণ মেটাতে আলু বিক্রি করে দিচ্ছেন আবার কেউ সংরক্ষণ করছেন উপজেলার ও উপজেলার বাহিরের হিমাগারে।

উপসহকারী কৃষি অফিসার মোঃ আকবর হোসেন বলেন, গত মৌসুমে পোকার আক্রমণ বেশি থাকলেও এ কৃষকদের মৌসুমে তেমন ছিলো না, তবে কিছু মাঠে আলু ক্ষেতে নাবি ধ্বসা বা মড়ক রোগ দেখা দিয়েছিলো আমরা সঠিক সময় মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কাজ করে তা নিয়ন্ত্রণে করতে সক্ষম হই। সময় মত পরিচর্চার জন্য আলুর ফলন ভালো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলায় ১৩ হাজার ১১৫ হেক্টর আলুর আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে গড়ে ২৯ টন হিসাবে আলুর উৎপাদন হয়েছে প্রায় ৩ লাখ ৮০ হাজার ৩৩৫ টন।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, নিয়মিত মনিটরিং করার জন্য রোগবালায় কম ছিলো। তবে বাজারে যে দাম আছে তাতে কৃষক খুশি। আলু সংরক্ষণের জন্য হিমাগারে রাখতে পারেন কৃষক। তানোরে উৎপাদিত আলু দেশের চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.