শনিবর, ০৯ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫৩ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ও সিসিডিবি সিপিআরপি প্রকল্পের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় সিসিডিবি ও ফোরাম সদস্যদের আয়োজনে নেজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজার চত্বরে একটি র্যালি বের হয়।
“নারীর সম অধিকার, সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ“-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে র্যালীশেষে উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদের হাটবাকইল গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শ্রী নিতাই চন্দ্রের বাড়ীর উঠোনে উপজেলা নেটওয়ার্কের সভাপতি সেফালী বেগমের সভাপতিত্বে শিখারানী বর্মনের সঞ্চালনায় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেজামপুর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান শ্রী নিতাই চন্দ্র বর্মন, ভারপ্রাপ্ত এরিয়া ম্যানেজার মায়ারানী দাশ, কর্মসূচি কর্মকর্তা সুদীপ মন্ডল, নাচোল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউনিয়ন সদস্য নারী বেরাফুল বেগম নেটওয়ার্ক সভাপতি মিনতি সরকার।
এসময় সিসিডিবি সিপিআরপি প্রকল্পের ২শতাধীক সংস্থার নারী ও পুরুষ সদস্য অংশগ্রহণ করেন। রা/অ