শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩০ pm
বিধানসভা নির্বাচন নিয়ে এখন সরগরম ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি। পাল্টাপাল্টি জনসভা করছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। প্রদেশটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন মূল প্রতিদ্বন্দ্বী মনে করছেন বিজেপিকে।প্রতিনিয়তই সভা-সমাবেশ করে বিজেপির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন তিনি।
এক জনসভায় দলটির উদ্দেশে মমতা বলেছেন, ‘খেলা তো হবেই। আর খেলাতে মিথ্যাবাদীদের হারাতে হবে।’
বুধবার (৭ এপ্রিল) দক্ষিণ ২৪ পরগনায় ওই জনসভা অনুষ্ঠিত হয়। মমতা বলেন, ‘আমাকে যারা ভেঙাচ্ছে, তাদের সুবুদ্ধি হোক। আমাকে রোজ ৫০ বার করে ভেঙাবেন, তাহলে আমার ৫০টা করে ভোট বাড়বে।’
এদিনও হুইলচেয়ারে করে বক্তব্য দিচ্ছিলেন মমতা।
এরপর কিছুক্ষণ থেমে তিনি বলতে শুরু করেন, ‘আরে খেলা তো হবেই, একটা স্লোগান ওদের ঘুম কেড়ে নিয়েছে। আর খেলাতে মিথ্যাবাদীদের হারাতে হবে।…ফুটবলও হবে, ক্রিকেটই হবে। সব মাঠেই খেলা হবে। বাংলাজুড়ে খেলা শুরু হয়েছে। বিজেপিকে খালি করতে হবে…জিততে হবে।’
পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচনে গতকাল ৩য় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সূত্র : জাগোনিউজ। আজকের তানোর