রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:১৫ am
নিজস্ব প্রতিবেদক :
বগুড়ার আদমদীঘিতে লুৎফর রহমান নামে এক বিশেষ চাহিদাসম্পন্ন অসহায় ভিক্ষুককে ঘর নির্মাণের ঢেউটিন ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আদমদীঘি উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ মঙ্গলবার দুপুরে এ সহায়তা দেন।
তিনি উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের ওই ব্যক্তিকে দুই বান্ডেল ঢেউটিন ও ঘর নির্মাণে তিন হাজার টাকা চেক দেন।
সহায়তা প্রদানের সময় আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আলী, সান্তাহার ইউনিয়নের সদস্য নাজিম উদ্দিন, সান্তাহার শহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ উপাস্থিত ছিলেন।
হুইল চেয়ারে বসে সহায়তা নিতে আসা লুৎফর রহমান বলেন, আমার দুই পা অচল। চলতে-ফিরতে পারি না। চেয়ে-চিন্তে খাই। ভিক্ষা করে সংসার চালাই। মেম্বরের সহায়তা নিয়ে এখানে আইচি। আমাকে টিন দেওয়া হয়েছে ঘর মেরামত করার জন্য, যা আমি পেয়ে গেছি। মিস্ত্রির কাজের মজুরি বাবদ তিন হাজার টাকার চেক দিয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি স্থানীয় মেম্বারকে জানালে তিনি আমার কষ্টের কথাগুলো ইউএনও স্যারকে জানান এবং ঘর মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা করেন। এসব পেয়ে আমি আনন্দিত এবং খুশি।
ইউপি সদস্য নাজিম উদ্দিন বলেন, লুৎফর রহমান প্রতিবন্ধী মানুষ। তিনি দুই পায়ে চলতে পারেন না। ঘর দিয়ে পানি পড়ায় তিনি আমার কাছে অনেক দিন ধরে সরকারি টিন চাইছিলেন। বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানালে তিনি ইউএনও স্যারকে বলেন। আবেদনের প্রেক্ষিতে ইউএনও টিন ও নগদ টাকা দিয়েছেন।
ইউএনও রুমানা আফরোজ বলেন, উপকারভোগীদের দোরগড়ায় যত তাড়াতাড়ি সম্ভব সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। লুৎফর রহমান তারই একটি উদাহরণ। এ ধরনের কাজ চলমান আছে এবং থাকবে। রা/অ