সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৭:১৯ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
নারীর সম-অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ, এই প্রতিপাদ্যের আলোকে রাজশাহী তানোরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে তানোর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়৷ এসময় দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বরত এসিল্যান্ড আবিদা সিফাতের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম ফজলুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সোনিয়া সরদার।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার বিমল জেমস কস্তা, রুলফাও এনজিওর মানেজার মো. ইয়াসিন আলী, তানোর প্রেসক্লাবের সহসভাপতি মামুনুর রশিদ, অন্যতম সদস্য সুজন, তানোর রির্পোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান ও সাংবাদিক আবুল কাশেম বাবুসহ মহিলা বিষয়ক দপ্তরের একাধিক সুবিধা ভোগী নারীরা উপস্থিত ছিলেন। রা/অ