রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২৫ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনের সাংসদ, সাবেক শিল্পপ্রতিমন্ত্রী ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী মহোদয়ের পক্ষে তানোর উপজেলার কামারগাঁ ইউপিতে অবস্থিত একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক নির্মাণ কাজের ফলক উন্মোচন করা হয়েছে।
আজ ৩ মার্চ রোববার তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এমপির পক্ষে এসব সংযোগ সড়কের ফলক উন্মোচন কাজের উদ্ধোধন করেন।
জানা গেছে, বার্ষিক কর্মসূচি প্রকল্পের আওতায় অত্র ইউনিয়নের নেজামপুর থেকে হাতিনান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৩০০ মিটার রাস্তার কাজ চলমান রয়েছে। এরআগে কামারগাঁ ইউপির চকসাজুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩০ মিটার, মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৪০ মিটার, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩০ মিটার ও কামারগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ মিটার পাঁকা রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করা হয়।
এছাড়াও কামারগাঁ বাজার হতে মসজিদ পর্যন্ত এবং পশ্চিমপাড়া আতাউরের বাড়ি হতে বাজার পর্যন্ত এইচবিবি রাস্তার উদ্বোধন করেন চেয়ারম্যান ময়না।
এসময় কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, এসও শাহিন, সাবেক ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সুফি কামাল মিন্টু, ইউপি সদস্য লুৎফর রহমান, তোফায়েল আহমেদ, বকুল হোসেন, মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চকসাজুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইচ উদ্দিন ও কামারগাঁ ইউপির দক্ষিণ শাখার যুবলীগ সভাপতি রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। রা/অ