রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১৫ am
আশরাফুল ইসলাম রনজু :
স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী তানোরে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিব দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি তানোর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তানোর উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্হানীয় সরকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তানোর যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(টিএইচও) বার্নাবাস হাসদাক। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান ও তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী কাউসার সহ তানোর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও ইউপি চেয়ারম্যান,পৌর মেয়র ছাড়াও এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবারের জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্যে প্রায় দুই শতাধিক সেবা প্রদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে, সেবার পরিধিতে গতি সঞ্চার হবে, স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা আরও জোরদার হবে বলে জানিয়েছেন তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান। রা/অ