রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:২৪ am
আশরাফুল ইসলাম রনজু :
রাজশাহীর তানোর উপজেলার কালবেলার প্রতিনিধি ও আদর্শ কৃষক সাংবাদিক লুৎফর রহমানের ৪৭ বিঘা জমির খড়ের পালা ও লাবলু নামের এক যুবকের দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার দিবাগত ভোর রাতে ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার পাঁচন্দর ইউপির চিমনা গ্রামে। খবর পেয়ে গ্রামবাসী ছাড়াও তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে খড়ের পালার পুরো খড় ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এবিষয়ে খড়ের মালিক সাংবাদিক লুৎফর রহমান বলেন, আমি পরিবার নিয়ে রাজশাহীতে বসবাস করি। চিমনা গ্রামে আমার মাসহ ভাইয়েরা থাকেন। দীর্ঘদিন ধরে সাংবাদিক লুৎফর রহমান চিমনা মাঠে ৭০/৮০ বিঘা জমিতে আলু ও ধান চাষাবাদ করে আসছেন। এঅবস্থায় তার ৪৭ বিঘার খড়ের পালা আগুনে পুড়ে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, দুর্বৃত্তরা শত্রুতা করে আমার খড়ের পালা ও মোড়ের মুদি দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছেন। অভিযোগ দায়ের প্রস্ততি চলছে। সোমবার দিবাগত ভোর রাতে প্রতিবেশি চিমনা গ্রামের জৈনক ব্যক্তির পুত্র রুবেল ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আগুন দেখে চিৎকার চেচামেচি শুরু করেন। পরে প্রতিবেশিসহ গ্রামের লোকজন আগুন নিভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
অপরদিকে, আগুনে পুড়ে যাওয়া দোকান মালিক চিমনা গ্রামের জৈনক ব্যক্তির পুত্র লাভলু হোসেন বলেন, চিমনা উত্তরপাড়া মোড়ে দীর্ঘদিন ধরে মুদি দোকান করে আসছিলেন তিনি। প্রতিদিনের ন্যায় সোমবার রাত প্রায় ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যায়। ভোরে আগুন লেগে দোকান পুড়ে যাওয়ার খবর পান। তার দোকানের মালামালসহ টিভি ফ্রিজ পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বর্তমানে সব হারিয়ে নিঃশ্ব হয়ে পড়েছেন তিনি।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। তদন্তে আগুন লাগানো তথ্য পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রা/অ