রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৫৪ am
ডেস্ক রির্পোট :
চাঁদপুরে বাবার ওপর আক্রমণ করে ঘরবাড়ি ভাঙচুর করায় ছেলে ফারুক পাটোয়ারীকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে এই কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সোবাহানপুর গ্রামের বশিরুল্লাহ পাটোয়ারীর ওপর আক্রমণ করে ঘরবাড়ি ভাঙচুর করে তার ছেলে ফারুক পাটোয়ারী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত বলেন, ‘সন্তান তার বাবার ওপর আক্রমণ করে ঘরবাড়ি ভাঙচুর করেছে। ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ স্বীকার করেছে ওই যুবক। অপরাধ আমলে নিয়ে তাকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে, যেন আগামীতে সংশোধন হতে পারে।
পরবর্তীতে যদি একই ধরনের অপরাধ করে তাহলে আইনের মাধ্যমে আরও কঠোর শাস্তি দেওয়া হবে। বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’ রা/অ