রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:২৯ am
আশরাফুল ইসলাম রনজু :
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির মালার মোড়ে বিসমিল্লাহ কোল্ড স্টোরেজের উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বিকেলে কোল্ড ষ্টোর চত্বরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ।
বিসমিল্লাহ কোল্ড স্টোরেজের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মুস্তাফিজুর রহমান, ছাঐড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনতান আহমেদ প্রমুখ।
এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন, বারোঘরিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাহাঙ্গীর আলম।
বিসমিল্লাহ কোল্ড স্টোরেজের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার বজলুর রশিদ বলেন, এই হিমাগারটি নির্মাণ হওয়ার কারনে এলাকায় আলুচাষ বৃদ্ধি পাবে এবং হিমাগারে প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন মানুষের কর্মসংস্থানের পাশাপাশি কৃষকদের উন্নয়ন ঘটবে।
তিনি আরও বলেন, নির্মাণের শুরু থেকে এখন পর্যন্ত এলাকার মানুষের ব্যাপক সহযোগিতার কারনে এ মৌসুমে উদ্ধোধন করা সম্ভব হলো। এই হিমাগারের ধারণ ক্ষমতা প্রায় ৪ লাখ বস্তা আলু সংরক্ষণ। আলু চাষি ও ব্যবসায়ীরা এখান থেকে সর্বাধিক সুযোগ সুবিধা পাবেন। এসময় এলাকার বিপুল সংখ্যক আলুচাষী ও ব্যবসায়ীসহ সুধীজন উপস্থিত ছিলেন। রা/অ