শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:০৮ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিণ বিস্কা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪’ উদযাপিত হয়েছে।
বুধবার (২১ শে ফেব্রুয়ারী) সকাল ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণ হতে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যসহ প্রভাতফেরী করে বিদ্যালযের শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৮ টার সময় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি ও গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক সেলিম সানোয়ার পলাশ, সহকারী শিক্ষক মেসবাহ উদ্দিন তাকবিরসহ শিক্ষকগণ তাঁদের বক্তব্যে ভাষা আন্দোলনের বস্তুনিষ্ঠ ইতিহাস ও ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন।
আলোচনা শেষে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী ধর্মীয় শিক্ষক মৌঃ মোঃ সিরাজুল ইসলাম। রা/অ