শনিবর, ২৭ জলাই ২০২৪, সময় : ০২:১৯ pm

সংবাদ শিরোনাম ::
কোটা সংস্কার সহিংসতায় গুলিবিদ্ধ আরও দুই শিক্ষার্থীর মৃত্যু নগরীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৫ হতাহতের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা প্রধানমন্ত্রীর নাচোলে শিক্ষক সমিতির নির্বাচনে আজিজুর সভাপতি ও আবু সায়েম সম্পাদক সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে সাবেক ডাকসু নেতা আখতার আটক রাজধানীতে রীরমুক্তিযোদ্ধা সমাবেশ বৃহস্পতিবার গাজায় ইসরাইল বাহিনীর হামলায় নিহত ৫০ রাবি অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা, দুপুর ১২টায় হল ত্যাগের নির্দেশ অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা সরকারি চাকরিতে কোটা আন্দোলন : সারাদেশে সংঘর্ষ, নিহত ৫ বিভাগীয় পর্যায়ে রাজশাহীতে সংবর্ধিত হলেন পাঁচ শ্রেষ্ঠ জয়িতা নাচোল উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা ছাগলের পিপিআর ভ্যাকসিন ক্রয়ে ৩০ কোটি টাকা লোপাট কোটাবিরোধী আন্দোলকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৮০ বাগমারায় এনজিকর্মীর আপত্তিকর ভিডিও ধারণে ৩ জন গ্রেফতার আরইউজের সদস্য হতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান ছাত্রলীগের তিন নেতার পদত্যাগ, ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ নাচোলে সাবেক প্রেসিডেন্ট এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোটা বিরোধী আন্দোলনে রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বাংলাদেশের সাংবাদিকের মেইলের পর ভুল শুধরে নিল আইসিসি

বাংলাদেশের সাংবাদিকের মেইলের পর ভুল শুধরে নিল আইসিসি

ক্রীড়া ডেস্ক : বুধবার ক্রিকেটের তিন ফরম্যাটের সবশেষ র‌্যাংকিং প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে দেখা যাচ্ছিল, টেস্টে টাইগারদের পেছনে ফেলে ৫৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বর পজিশনে উঠে এসেছে আফগানিস্তান। ৫৫ পয়েন্ট নিয়ে সবার শেষে বাংলাদেশ।

এতে হতাশ হয়ে পড়ে বাংলাদেশের ক্রিকেটভক্তরা। ধারণা করা হচ্ছিল, ২০১৯ সালে আয়ারল্যান্ড ও বাংলাদেশকে হারানোয় টাইগারদের পেছনে ফেলে ৯-এ উঠেছে আফগানরা। কিন্তু এর একদিন পরেই জানা গেল অন্যকথা । তাহলো- আগের মতো ৯ নম্বরেই রয়েছে বাংলাদেশ। তালিকা থেকে বাদ পড়ছে আফগানিস্তান।

তবে কি ভুল করল আইসিসি! নাকি ভুল শুনেছে বাংলাদেশের ক্রিকেটভক্তরা। জানা গেছে, সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরেই আছে। বুধবার দেয়া র‌্যাংকিংটি ভুল ছিল। বাংলাদেশকে পেছনে ফেলতে পারেনি ২০১৮ সালে টেস্টে অভিষেক ঘটা আফগানিস্তান।

গণমাধ্যম বিবিসি বাংলা জানিয়েছে, বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনির করা এক মেইলের পর বিষয়টি ভাবনায় নেয় আইসিসি ।

ফিরতি বার্তায় রনিকে আইসিসি জানায়, বুধবারে প্রকাশিত টেস্ট র‌্যাংকিং তালিকায় ভুল ছিল। ৯ নম্বরে আফগানিস্তানের থাকার কথা নয়।

এ বিষয়ে আরিফুল ইসলাম রনি বিবিসি বাংলাকে বলেন, যেহেতু এর মধ্যে আফগানিস্তান বা বাংলাদেশ কোনো টেস্ট ম্যাচ খেলেনি এখান থেকে আমার মধ্যে একটা সংশয় তৈরি হয়। তখন আমি ফেসবুকেও লিখি এবং আইসিসির কাছে একটি মেইল করি যে এই পরিবর্তন কী হিসাব করে হয়েছে? একটা ন্যুনতম সংখ্যক টেস্ট না খেললে র‌্যাংকিং বাড়ে কি করে? আর র‍্যাংকিং টেবিলে জায়গা পেতে ন্যূনতম যে ক’টি টেস্ট খেলা লাগে সেটাও আফগানিস্তান খেলেনি।

ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনির এই ই-মেইলের পর ঘুম ভাঙে আইসিসির। মি. ইসলামকে ধন্যবাদ দিয়ে জানিয়েছে দ্রুত র‍্যাংকিং শুধরে নিয়ে আফগানিস্তানকে তালিকা থেকে বাদ দেয় আইসিসি।

আবারো র‍্যাংকিং শুধরে নিয়েছে আইসিসি। 

এতে নেই আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ফের নয় নম্বরে স্থান পেয়েছে বাংলাদেশ।

বাকিসব যথারীতি ঠিকই রয়েছে। শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে অস্ট্রেলিয়া, দুই পয়েন্ট কম নিয়ে তিনে ভারত। চার, পাঁচ, ছয়ে- ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।  সাতে পাকিস্তান আর আটে ওয়েস্ট ইন্ডিজ। সূত্র : যুগান্তর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.