সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৫৮ pm

সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট
বাংলাদেশের সাংবাদিকের মেইলের পর ভুল শুধরে নিল আইসিসি

বাংলাদেশের সাংবাদিকের মেইলের পর ভুল শুধরে নিল আইসিসি

ক্রীড়া ডেস্ক : বুধবার ক্রিকেটের তিন ফরম্যাটের সবশেষ র‌্যাংকিং প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে দেখা যাচ্ছিল, টেস্টে টাইগারদের পেছনে ফেলে ৫৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বর পজিশনে উঠে এসেছে আফগানিস্তান। ৫৫ পয়েন্ট নিয়ে সবার শেষে বাংলাদেশ।

এতে হতাশ হয়ে পড়ে বাংলাদেশের ক্রিকেটভক্তরা। ধারণা করা হচ্ছিল, ২০১৯ সালে আয়ারল্যান্ড ও বাংলাদেশকে হারানোয় টাইগারদের পেছনে ফেলে ৯-এ উঠেছে আফগানরা। কিন্তু এর একদিন পরেই জানা গেল অন্যকথা । তাহলো- আগের মতো ৯ নম্বরেই রয়েছে বাংলাদেশ। তালিকা থেকে বাদ পড়ছে আফগানিস্তান।

তবে কি ভুল করল আইসিসি! নাকি ভুল শুনেছে বাংলাদেশের ক্রিকেটভক্তরা। জানা গেছে, সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরেই আছে। বুধবার দেয়া র‌্যাংকিংটি ভুল ছিল। বাংলাদেশকে পেছনে ফেলতে পারেনি ২০১৮ সালে টেস্টে অভিষেক ঘটা আফগানিস্তান।

গণমাধ্যম বিবিসি বাংলা জানিয়েছে, বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনির করা এক মেইলের পর বিষয়টি ভাবনায় নেয় আইসিসি ।

ফিরতি বার্তায় রনিকে আইসিসি জানায়, বুধবারে প্রকাশিত টেস্ট র‌্যাংকিং তালিকায় ভুল ছিল। ৯ নম্বরে আফগানিস্তানের থাকার কথা নয়।

এ বিষয়ে আরিফুল ইসলাম রনি বিবিসি বাংলাকে বলেন, যেহেতু এর মধ্যে আফগানিস্তান বা বাংলাদেশ কোনো টেস্ট ম্যাচ খেলেনি এখান থেকে আমার মধ্যে একটা সংশয় তৈরি হয়। তখন আমি ফেসবুকেও লিখি এবং আইসিসির কাছে একটি মেইল করি যে এই পরিবর্তন কী হিসাব করে হয়েছে? একটা ন্যুনতম সংখ্যক টেস্ট না খেললে র‌্যাংকিং বাড়ে কি করে? আর র‍্যাংকিং টেবিলে জায়গা পেতে ন্যূনতম যে ক’টি টেস্ট খেলা লাগে সেটাও আফগানিস্তান খেলেনি।

ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনির এই ই-মেইলের পর ঘুম ভাঙে আইসিসির। মি. ইসলামকে ধন্যবাদ দিয়ে জানিয়েছে দ্রুত র‍্যাংকিং শুধরে নিয়ে আফগানিস্তানকে তালিকা থেকে বাদ দেয় আইসিসি।

আবারো র‍্যাংকিং শুধরে নিয়েছে আইসিসি। 

এতে নেই আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ফের নয় নম্বরে স্থান পেয়েছে বাংলাদেশ।

বাকিসব যথারীতি ঠিকই রয়েছে। শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে অস্ট্রেলিয়া, দুই পয়েন্ট কম নিয়ে তিনে ভারত। চার, পাঁচ, ছয়ে- ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।  সাতে পাকিস্তান আর আটে ওয়েস্ট ইন্ডিজ। সূত্র : যুগান্তর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.