শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০২:৫০ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভিন্ন ভিন্ন ভাবে কয়েকটি স্কুল ও মাদ্রাসায় আসন্ন এসএসসি এবং দাখিল/২০২৪ এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ এবং ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি নবাগতদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলামের সভাপতিত্বে সহকারী শিক্ষক রেজাউর করিম প্রিন্সের সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের ৯৩ জন বিদায়ী পরীক্ষার্থীদের ও ষষ্ঠ শ্রেণীর নবাগতদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, খুরশেদ মোল্লা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী ও মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সমাজসেবী আনারুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিবাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন উপজেলার গোলাবাড়ি উচ্চ বিদ্যালয় ও মাক্তাপুর উচ্চ বিদ্যালয় ও সব্দলপুর দারুস সালাম মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায়-বরণ অনুষ্ঠিত হয়। রা/অ