শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪১ am
শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার সময় বিজিবির এক সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনগণ। আজ মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তি হলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মাগুরা গ্রামের দিদার উল্লাহর ছেলে মোহাম্মদ হোসেন (৩১)। তিনি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ৫৩ ব্যাটালিয়নে কর্মরত রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, দুপুরে ভুয়া পুলিশ পরিচয়ে শিবতলা এলাকার অটো রিক্সার দোকানে গিয়ে প্রতারণা করার সময় সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেন দোকানদাররা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুয়া পুলিশ পরিচয়ে বিজিবি সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নিয়মানুয়াযী আটককৃত ওই বিজিবি সদস্যকে ৫৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে হস্তান্তর করা হয়।
বিজিবি সদস্য মোহাম্মদ হোসেন বিভিন্ন দোকানে ভুয়া পুলিশ পরিচয়ে এধরণের প্রতারণার করে আসছে বলে অভিযোগ করেন স্থানীয় দোকানীরা।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. সুরুজ মিয়া বিষয়টি নিশ্চত করে জানান, বিজিবি সদস্য মোহাম্মদ হোসেন যে কাজটি করেছে সেটি অপরাধ করেছে। এ বিষয়ে যথাযথ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আজকের তানোর