শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:০২ pm
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ রোধে উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে সেবা আর শতর্করে সময় মাস্ক বিতরণ করা হয়। ৭ দিনের সরকারি নিশেধাজ্ঞায় আজ (৫ এপ্রিল) সোমবার প্রথম দিন গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ফেরি করে মাস্ক বিতরণ করেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ। সঙ্গে ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।
তানোরে লকডাউনের প্রথম দিন সোমবার সকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনে অটো ও চার্জার ভ্যান চলাচল ছিল সীমিত। জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া অন্য সব দোকান ঢিলেঢালা ভাবে চলছিল। বন্ধ ছিল শুধু বাস চলাচল। তবে, তানোর গোল্লাপাড়া বাজার মার্কেটের কিছু দোকানিদের কেনাবেচা করতে দেখা গেছে। অপরদিকে, লকডাউনের কারণে বিভিন্ন মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তারা হ্যান্ডমাইক ব্যবহার করে সাধারণ মানুষদের সচেতন করছিলেন। এ কারণে মোড়গুলোতে মানুষের অযাচিত সমাগমও ছিল কম। এছাড়া মোড়গুলোতে অটো ও চার্জার ভ্যান তেমন ছিল না। তানোর সদরে প্রবেশদ্বারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। লডকাউনে সড়কগুলোতে মানুষের সমাগম কম থাকলেও ব্যাংকগুলোতে মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিক। তবে, স্বাস্থ্যবিধি মেনে লেনদেন হয়।
এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ জানান, জনসচেতনতার মাধ্যমে লাকডাউন পালনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। জনগণকে সচেতন করে জনসম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে লকডাউন পালিত হচ্ছে। আজকের তানোর