রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫৪ am
আবু বাককার সুজন (নিজস্ব প্রতিবেদক) বাগমারা :
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে বাগমারায় দলীয় পদে থেকে যারা নৌকার বিরোধীতা করেছে তাদের কাউকেই আওয়ামী লীগের কোনো পদে স্থান দেওয়া হবে না। দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নতুন কমিটি গঠনের মাধ্যমে এ উপজেলায় আ.লীগের সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করে গড়ে তোলা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আ.লীগের কার্যকরি কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভবানীগঞ্জ বঙ্গবন্ধু স্নৃতি যাদুঘর কমপ্লেক্স ভবনের দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলা আ.লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হেলালের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুলের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন ও জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. পি,এম সফিকুল ইসলাম।
এছাড়াও জেলা আ.লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, তাহেরপুর পৌর আ.লীগের সভাপতি আবু বাক্কার মুনছুর মৃধা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার, হামিরকুৎসা ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন, আউচপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ, গোবিন্দপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রভাষক আশরাফুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক কছিমুদ্দিন সরদার প্রমূখ। রা/অ