সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:১১ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
গোদাগাড়ীতে বালুর স্তূপে সাড়ে ৮ কোটি টাকার হেরোইন

গোদাগাড়ীতে বালুর স্তূপে সাড়ে ৮ কোটি টাকার হেরোইন

রবিউল ইসলাম মিনাল (নিজস্ব প্রতিবেদব) গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি খামারবাড়িতে অভিযান চালিয়ে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় খামারবাড়ির মালিক ও কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর মহল্লার একটি খামারবাড়িতে অভিযান চালায় গোদাগাড়ী থানা-পুলিশ। পুলিশ জানায়, জব্দ করা হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা। মাদক জব্দের ঘটনায় খামারবাড়ির মালিক মাদারপুর মহল্লার ফরিদুল ইসলাম (২৭) ও বাড়ির কেয়ারটেকার মহিশালবাড়ী গ্রামের সোহেল রানার (৩০) বিরুদ্ধে মামলা করা হয়েছে।

হেরোইনের চালান জব্দের পর আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেন রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা মহল্লায় অভিযান চালিয়ে এ হেরোইন জব্দ করা হয়। ওই খামারবাড়ির মালিক ও তাঁর কেয়ারটেকার পালিয়ে গেছেন।

সাইফুর রহমান বলেন, খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম নামের এক ব্যক্তি। ভারত থেকে হেরোইন এনে তিনি দেশের বিভিন্ন জায়গায় পাচারের জন্য বাজারের ব্যাগে বালুর স্তূপের মধ্যে মজুত করে রেখেছিলেন। ওই খামারবাড়িতে অভিযান চালানোর সময় ফরিদুল ও কেয়ারটেকার সোহেল রানা কৌশলে পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তিনি বলেন, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক কারবারি। তাঁদের বিরুদ্ধে আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবার মাদক কারবারে জড়িয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) সোহেল রানা, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই ও গোদাগাড়ী মডেল থানার ওসি আবদুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

গোদাগাড়ী থানার ওসি আবদুল মতিন বলেন, বাড়িটি মূলত ছাগল, গাড়ল, খরগোশের খামার। গরুর জন্য শেড থাকলেও গরু ছিল না। খামারবাড়ির ভেতরে উঠানের মধ্যে বালুর স্তূপে বেশ কয়েকটি পলিব্যাগে হেরোইন ছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাঁরা খামারবাড়ির মালিক ও কেয়ারটেকারকে ধরতে অভিযান চালাচ্ছেন। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.