রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:২৫ pm

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
এমপির ফোনে দুটি ডাল থাকতে থামল শতবর্ষী সরকারি গাছকাটা

এমপির ফোনে দুটি ডাল থাকতে থামল শতবর্ষী সরকারি গাছকাটা

আশরাফুল ইসলাম রনজু :
তেঁতুলগাছটির বয়স কেউ বলছেন দুইশ, কেউ বলছেন তিনশ বছর। সরকারিভাবে গাছটি নিলামে বিক্রি করা হয়। ক্রেতা গাছটি কাটছিলেন। ওই পথ দিয়ে যাচ্ছিলেন স্থানীয় সংসদ সদস্য। তখন গাছটির দুটি মগডাল কাটা বাকি। ওই ডাল দুটি তাজা। তাতে অনেক তেঁতুল ধরে আছে। সংসদ সদস্য গাছটি কাটা বন্ধ রাখার নির্দেশ দেন এবং বিভাগীয় কমিশনারকে ফোন করে বিষয়টি তদন্ত করার জন্য বলেন।

বৃহস্পতিবার রাজশাহীর তানোর উপজেলার অমৃতপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে নিলাম কর্তৃপক্ষ বলছে, ফায়ার সার্ভিসের গাড়ি যাতায়াত করতে না পারায় অর্ধমৃত গাছটি এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে নিলামে বিক্রি করা হয়।

গাছটি কাটার ব্যাপারে ক্রেতার কাছে তানোর উপজেলা ভূমি কার্যালয়ের একটি রসিদ পাওয়া যায়। রসিদে দেখা যায়, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত ১৮ জানুয়ারি এটি দিয়েছেন। ওই গাছটিসহ তিনটি গাছ মরা হিসেবে প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। অপর গাছ দুটির একটি উপজেলার কামারগাঁ ইউনিয়নের চকরতিরাম মৌজার রেইনট্রি ও আজিজপুর মৌজার একটি তেঁতুলগাছ। তিনটি গাছকেই নিলাম করার সময় মরা হিসেবে উল্লেখ করা হয়। উপজেলার গুবিরপাড়া গ্রামের আফজাল হোসেন সর্বোচ্চ দরদাতা হিসেবে গাছগুলো কিনেছেন। এ জন্য তিনি গাছের দাম ৩৫ হাজার ৯০০ টাকার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট ৫ হাজার ৩৮৫ টাকা, ১০ শতাংশ আয়কর বাবদ ৩ হাজার ৫৯০ টাকাসহ মোট ৪৪ হাজার ৮৭৫ টাকা দিয়েছেন। নিলাম কর্তৃপক্ষ মূল্য বুঝে নিয়ে তাঁকে রসিদ দিয়েছে।

অমৃতপুরের তেঁতুলগাছটি কাটার সময় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি তৎক্ষণাৎ গাছটি কাটা বন্ধের নির্দেশ দেন এবং ঘটনাস্থল থেকে রাজশাহী বিভাগীয় কমিশনারকে ফোন করে তাজা গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ করেন।

সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, ‘একটা জীবন্ত গাছ মরা দেখিয়ে কেটে ফেলা হচ্ছিল।’ ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারে না বলে গাছটি নিলাম করা হয়েছে জানালে তিনি বলেন, সব মিথ্যা কথা। তিনি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে বলেছেন। তাঁরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চেয়েছেন। দেখা যাক, তাঁরা কী ব্যবস্থা নেন। তবে পুকুর কাটার মতো রাতের বেলা গাছটি কেটে ফেলে কি না, সবার নজর রাখা দরকার। কারণ, একটি তেঁতুলগাছের দামই এক থেকে দেড় লাখ টাকা। সেখানে তিনটি গাছ নামমাত্র মূল্যে পরস্পরের যোগসাজশে নিলামে বিক্রি করা হয়েছে।

স্থানীয় একজন বাসিন্দা জানান, রাস্তার ওপরে গাছের যে ডালটি ছিল, সেটা কাটলেই গাড়ি চলাচলে সমস্যা হতো না। পুরো গাছটি না কাটলেও হতো।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত দুপুরে বলেন, তিনি তানোরে যোগদান করার আগেই স্থানীয় লোকজন গাছগুলো কাটার ব্যাপারে আবেদন করেছিলেন। অমৃতপুরের গাছের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারে না। তাই জনস্বার্থে গাছটি নিলামে বিক্রির জন্য এক বছর আগে থেকে প্রক্রিয়া চলছিল। সব প্রক্রিয়া শেষে নিলামে বিক্রি করা হয়।

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, গাছটি সম্ভবত নিলামে দেওয়া হয়েছে। তিনি নথি চেয়েছেন। কাল দেখবেন। সূত্র : প্রথম আলো

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.