বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ১১:১৬ pm
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম মওলা বক্স (৫৫)। বুধবার সন্ধ্যার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
এর আগে গত ১ জানুয়ারি সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামে সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, এ ব্যাপারে আগেই মামলা হয়েছে। এখন তাতে হত্যার ধারা যুক্ত হবে। ১২ আসামির মধ্যে ৯ জন আদালত থেকে জামিনে আছেন। অপর তিনজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, বগুড়ার ধুনট উপজেলার কাশিয়াহাটা গ্রামের মওলা বক্সের সঙ্গে ৯৩ শতক জমির মালিকানা নিয়ে প্রতিবেশী মৃত জমসেদ আলী সরকারের ছেলে গোলাম মর্তুজার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বসলেও সমাধান হয়নি।
গত ১ জানুয়ারি সকাল ৯টার দিকে মওলা বক্স তার লোকজন নিয়ে ওই জমিতে চাষাবাদ করতে যান। তখন গোলাম মর্তুজা ও তার লোকজন এতে বাধা দেন। দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলে মওলা বক্সসহ উভয়পক্ষে আটজন আহত হন। তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মওলা বক্সের অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন বুধবার সন্ধ্যার দিকে তিনি মারা যান। ঘটনার রাতেই ধুনট থানায় দুপক্ষে পাল্টাপাল্টি মামলা হয়েছিল।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, মওলা বক্সের মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আগের মামলার সঙ্গে হত্যার ধারা যোগ করা হবে। পলাতক তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।