মঙ্গবার, ০৩ িসেম্র ২০২৪, সময় : ১০:৪৩ pm
পাবনা প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনার সুজানগরে পুরোদমে চলছে জনসংযোগ। বিভিন্ন ইউনিয়ন ও গ্রামগঞ্জে বিতরণ চলছে সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট। সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে চাইছেন ভোট ও দোয়া। এরই অংশ হিসেবে বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দুলাই ইউনিয়নের শান্তিপুর গ্রামে মানুষের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চেয়েছেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন। এসময় উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে আ.লীগ সরকারের বিকল্প কিছু নেই। প্রাথমিকভাবে দল থেকে বলা হয়েছে এবারের নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তার মানে এই নয় আ.লীগ নির্বাচনে নেই। প্রতীক না থাকলেও দলের লোক দেখে ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চায় এমন ব্যক্তিকে আপনারা সমর্থন করবেন। যেনো সবার ভাগ্যোন্নয়নে সে ভূমিকা রাখতে পারে৷ আমাকে গতবার ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, সবাই জানেন এই উপজেলায় কতটুকু কি উন্নয়ন হয়েছে। নাগরিক সেবার মান কতটা বেড়েছে। সেসব যাচাই করেই আপনারা পছন্দের ব্যক্তিকে সমর্থন জানাবেন। তবে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। পাশে থেকে আপনারা দোয়া করবেন। জনসংযোগে উপস্থিত ছিলেন, সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা আ.লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন খান, সাবে অর্থ বিষয়ক সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ ও পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।