রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:১৯ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে চন্দনকোঠা গ্রামবাসী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ জানুয়ারী সারাদিন ব্যাপি উপজেলার কলমা ইউপির দর্গাডাঙ্গায় এ ঘোড়দৌড় প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘোড়দৌড় প্রতিযোগীতা খেলার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার, কলমা ইউপি পশ্চিম শাখা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ও অধ্যাপক মুনসেফ আলী প্রমুখ।
এমন ঐতিহ্যবাহী ঘোড়দৌড় খেলা উপভোগ করার জন্য বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নারী পুরুষের সমাগম ঘটে।
উল্লেখ্য, স্থানীয়দের উদ্যোগে দর্গাডাঙ্গায় দীর্ঘদিন ধরে প্রতিবছরের ন্যায় এবারও ঘোড়দৌড় প্রতিযোগিতা মূলক এ খেলার আয়োজন করা হয়। রা/অ