শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৩ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
‘মানবতা বোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় নাচোল উপজেলার মির্জাপুর কলেজ মাঠে ১৩’শ জন সাঁওতাল জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিরতণ করা হয়।
এসময় পুনাকের সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এতে বক্তব্য রাখেন, পুনাকের সাধারণ সম্পাদক নাসিমা মীম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিছুর রহমান ও জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পুনাকের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদা নুপুর। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। রা/অ