শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:১৭ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক ও অফিস সহায়ক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২ জানুয়ারি কলেজ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধিত শিক্ষক হলেন, ভূগোল বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আব্দুর রহমান ও অফিস সহায়ক আতাউর রহমান।
শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে আরম্ভ হয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ও অফিস সহায়ককে কলেজের পক্ষ থেকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে প্রভাষক হাসিবুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন। নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম ও অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, নাচোল মহিলা কলেজের উপাধ্যক্ষ আশিস কুমার চক্রবর্তী, নাচোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, নাচোল খম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক ও সাইদুর রহমান।
এ সময় আলোচকগণ নাচোল মহিলা কলেজের বিদায়ী শিক্ষক ও অফিস সহায়কের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও বিদায়ী শিক্ষক নিজের অনুভূতি ব্যক্ত করেন।
অধ্যক্ষ ওবাইদুর রহমান জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক সহকারী অধ্যাপক আব্দুর রহমান ১৯৯৩ সালে অত্র কলেজে ভূগোল বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এবং ২০২৩ সালের ৩১ ডিসেম্বর চাকুরীর বিধিমোতাবেক অবসরে যান। তিনি দীর্ঘ ৩০ বছর ভূগোল বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান দিয়েছেন।
অনুষ্ঠান শেষে লালগালিচার সংবর্ধনা ও ফুলেসর্জিত গাড়ীতে করে শিক্ষক ও শিক্ষার্থীগণ নিজ বাড়িতে পৌঁছে দেন। রা/অ