বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:১০ am

সংবাদ শিরোনাম ::
পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত
এ ভালোবাসার শেষ কোথায় : ইমন মিয়া

এ ভালোবাসার শেষ কোথায় : ইমন মিয়া

পরিচর্যার অভাবে শেষ হয়ে যায়, সন্দেহ আর পারস্পরিক অবিশ্বাস তাতে আগুনে ঘি ঢালার মতই কাজ করে। লোহা যেমন বাতাস ও জলীয়বাষ্প’র সংস্পর্শে থাকলে সেটা যেমন মরিচা ধরে যায়, তেমনি ভালোবাসার ও নিয়মিত পরিচর্যা না করলে সেটা সন্দেহ, অবিশ্বাস, মানসিক দূরত্বের মত বিষয়গুলোর সংক্রমণে তাতে মরিচা ফেলে দেয়। ভালোবাসা হলো সাদা জুতার মত। নিয়মিত পরিচর্যা করতে হয়।

নইলে তাতে দ্রুত দাগ লাগবে, নোংরা হবে। তাই এর রক্ষণাবেক্ষন করা আবশ্যক। প্রেম/বিয়ের শুরুতে ছেলেটি বা মেয়েটি তার প্রিয়জনের চোখে সুদর্শন হওয়ার জন্য কত ফিটফাট থাকে। সুন্দর করে সাজা, সুন্দর জামাকাপড় পরা, শরীরের যত্ন নেয়া, সময়ে অসময়ে ভালোবাসি বলা তাকে বুঝানো কত টুকু ভালোবাসি, একে অপরের জন্য সময় বের করা সবই থাকে। যেই একবার প্রেম বা বিয়ে টা হয়ে গেলো, অমনি এসবে অবহেলা দেখা দেয়। ছেলেটা এখন অগোছালো, মেয়েটাও আর রূপচর্চায় মনোযোগী নয়, নিয়মিত ভালোবাসি বলাটা এক ঘেয়ে মনে হয়।

মানে ভাবখানা এমন যে আসন তো সংরক্ষিত হয়ে গেছে, এখন আর অন্যের প্রতিদ্বন্দ্বিতার তো কোন সুযোগ নেই।অথচ, মন এমন যে কেউ যদি আপনার প্রিয়জনের চেয়ে একটু বেশি কেয়ার করে, মন সেই কপটতা ধরতে পারে না, সাতপাঁচ না ভেবেই তার দিকে ঝুকেঁ পড়ে।

ঠিক তখনি ভালোবাসায় মরচে ধরে। ভালোবাসা আস্তে আস্তে নিঃশেষ হতে থাকে। কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনো চায় না। ভালোবাসা মানুষকে উড়তে শেখায়, পড়তে শেখায়, জ্বলতে শেখায়, নিভতে শেখায়। মিলনে ভালোবাসা যতটা উজ্জ্বল অনুভূতি দেয়, বিচ্ছেদে ঠিক ততটাই যন্ত্রণা দেয়। তবু আমরা ভালোবাসাকে ধারণ করে বেঁচে থাকতে ভালোবাসি। আসলে ভালোবাসা নিঃশেষ হয় বললে ভুল হবে বরং বলতে হবে ভালোবাসার মানুষ টা নিঃশেষিত হয়ে যায়।

কারণ, কারো সাথে বিচ্ছেদ হয়ে গেলেও তাকে যদি কয়েক বছর পর দেখতে পান, তাহলে দেখবেন আপনার ভিতর সেই বিচ্ছেদের বিরহ জেগে উঠবে যদিও আপনি তার সাথে এখন আর সম্পর্কে নেই তবুও। ভালোবাসতে পারার অসীম অদৃশ্য শক্তি যে ধারণ করতে পারে সেই তো পারে জীবনকে ছুঁয়ে দেখতে। জীবনকে তখন তার কাছে অমৃত মনে হয়। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সে প্রাপ্তি-অপ্রাপ্তির খাতা খুলে পাতা উল্টিয়ে-উল্টিয়ে দেখতে থাকে ভালোবাসারা কোথায়, ভালোবাসার সেইসব দীর্ঘ অনুভবের দিনগুলো কোথায়, কতদূরে। তবে তাকে দেখানোর জন্য তখন কেবল অন্যের সাথে মিথ্যা প্রেমের অভিনয় ও করবেন নয়তো চোখেমুখে ঘৃণার অভিব্যক্তি ফুটে উঠবে।

ভালোবাসার ক্যারিশমাটিক পাওয়ার এটাই। এটা নিজে বদলায় না, বরং তাকে যারা চায় তাদের ই বদলে দেয়। লেখক ও সাংবাদিক, রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.