শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৩৪ pm
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলায় গরুবাহী ভটভুটির ধাক্কায় ঘটনাস্থলে শামসুল ইসলাম (৫০) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মোহনপুর থানার ইন্সপেক্টর মো. আছের আলী বিষটি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম শামসুল ইসলাম (৫০)। তিনি পবা উপজেলার তালগাছি গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে। র্তমানে তাঁর মরদেহ মোহনপুর থানায় রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাসমুল ইসলাম সকাল পৌনে ১১ টা মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে ত্রিমোহনী মৌসুমি পেট্রোল পাম্পে পাম্পে তেল নেন। মোটরসাইকেলে তেল নেওয়ার পর তিনি তার বাড়ির দিকে রওনা হন। এমন সময় পেছন থেকে গরুবোঝাই একটি ভুটভুটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পূর্ব পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেলটি রাস্তার পশ্চিম পাশে আলুক্ষেতে গিয়ে পড়ে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। এ ঘটনা ভুটভুটিকে চিহ্নিত করা যায়নি।
এর আগে গতকাল শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার সইপাড়া জামে মসজিদের সামনে এক দুর্ঘটনায় এক শিশুসহ ভ্যানচালক নিহত হন। এ ঘটনায় ওই শিশুর বাবাসহ বোন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মোহনপুর থানার পরিদর্শক মো. আছের আলী বলেন, শামসুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা থানায় এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে ওই ভুটভুটিকে ধরতে তারা তৎপর রয়েছেন। তিনি আরও বলেন, গতকাল শনিবারের দুর্ঘটনায় মামলা হয়েছে। আহত দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রা/অ