বৃহস্পতিবর, ২১ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫৫ pm
পাবনা প্রতিবেদক :
রমজানের আগেই স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। এখবর পাওয়ার পর সম্ভাব্য প্রার্থীদের মনোয়নয়ন প্রাপ্তিতে দৌড়ঝাপ শুরু হয়েছে। একইসাথে নিজ নিজ এলাকায় করছেন জনসংযোগ। একইভাবে পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোয়নয়ন প্রত্যাশী শাহিনুজ্জামান শাহিনও জনসংযোগে তৎপর হয়ে উঠেছেন। এরই অংশ হিসেবে শাহিনকে বিজয়ী করতে শনিবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাত অবধি উপজেলার মানিকহাট ইউনিয়নের বনকোলা হাজীর বাজারে এবং হাটখালি ইউনিয়নের কামালপুর বাজার ও শ্রীপুর গ্রামে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন শাহিন।
এবারের উপজেলা নির্বাচনে স্থানীয়দের কাছে দোয়া কামনা করে উঠান বৈঠকে বক্তব্য দেন তিনি। একইসাথে ভোট দিয়ে পুনরায় তাদের (উপজেলাবাসী) সেবা করার সুযোগও চান শাহিন। নানা বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানো হতে পারে কিন্তু সবাইকে সচেতন থেকে যোগ্য লোককে বেছে নিতে হবে বলেও স্থানীয়দের প্রতি আহ্বান জানা তিনি। সুজানগরকে একটি স্মার্ট উপজেলায় রুপ দিতে যোগ্য প্রতিনিধির বিকল্প নেই এবং সে কারণেই আধুনিক সেবাদান ও উন্নয়ন সাধনে দক্ষ কারিগরকে বেছে নেবার আহ্বানও জানান শাহিন। এসময় স্থানীয়দের আ.লীগ সরকারের নানা উন্নয়নের কথাও শোনান নৌকা প্রত্যাশী শাহিন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, সুজানগর উপজেলা পরিষদের ভাউস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুছ আলী বাদশা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, হাটখালি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম বিদ্যুৎ ও মানিকহাট ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক শেখ সহ স্থানীয় আ.লীগ ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীরা।