শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৪:০৫ pm

সংবাদ শিরোনাম ::
তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ অর্ন্তবর্তী সরকারকে নিরপেক্ষ না হওয়ার আহ্বান বিএনপি নেতাদের তানোরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সাম্প্রতিক সময়ে অটোরিকশা বন্ধের দাবিতে সচেতন নাগরকবাসী
বিপিএলের দশম আসরে কুমিল্লার হার, জয় দিয়ে শুরু ঢাকার

বিপিএলের দশম আসরে কুমিল্লার হার, জয় দিয়ে শুরু ঢাকার

ক্রীড়া ডেস্ক :
কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিরোপা ধরে রাখার লক্ষ্যে বিপিএলের দশম আসর শুরু করেছে। আসরে প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে দুর্দান্ত ঢাকা’র কাছে। শরীফুলের হ্যাটট্রিকের পর নাঈম শেখের দুর্দান্ত ফিফটিতে কুমিল্লাকে ৫ উইকেটে হারিয়ে মিশন শুরু করলো মোসাদ্দেক হোসেন সৈকতের ঢাকা।

শুক্রবার (১৯ জানুয়ারি) মাঠে গড়িয়েছে বিপিএলের দশম আসর। তবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শক উপস্থিতি লক্ষণীয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টসে জিতে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লাকে ব্যাটে পাঠায় দুর্দান্ত ঢাকা। ১৮তম ওভার পর্যন্ত এক উইকেট হারালেও ধীর গতিতে রান তুলেছে তারা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান করে কুমিল্লা। জবাবে নেমে শুরুটা দুর্দান্ত ১৯.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ঢাকা।

১৪৪ রানের লক্ষ্যে নেমে ঢাকাকে দুর্দান্ত শুরু এনে দেন মোহাম্মদ নাঈম শেখ ও দানুশকা গুনাতিলাকা। উদ্বোধনী জুটিতে ১০১ রান করেন তারা। ফিফটি পূর্ণ করে ১৩তম ওভারের চতুর্থ বলে ফিরে যান নাইম। তিনটি করে চার ও ছক্কায় ৪০ বলে ৫২ রান করেন তিনি।

১৫তম ওভারের তৃতীয় বলে দ্বিতীয় ব্যাটারকে হারায় ঢাকা। চারটি চার ও একটি ছক্কায় ৪২ বলে ৪১ রান করে তানভীর ইসলামের দ্বিতীয় শিকার হন গুনাতিলাকা।

১৬তম ওভারের শেষ বলে দুর্দান্ত ক্যাচ ধরেন লিটন কুমার দাস। মোস্তাফিজুর রহমানের বলে উপরে বল তুলে দেন লাসিথ ক্রসপুল্লে। উইকেটের পেছন থেকে দৌড়ে গিয়ে বল গ্লাভসবন্দী করেন লিটন। ৮ বলে ৫ রান করেন ক্রসপুল্লে।

১৯তম ওভারের চতুর্থ বলে দলীয় ১৩৩ রানে সাইফ হাসানকে সরাসরি বোল্ড করে ফেরান সাইফ হাসান। ৮ বলে ৭ রান করেন সাইফ। ২০তম ওভারের দ্বিতীয় মোস্তাফিজের শিকার হয়ে ফিরে যান ইরফান। ১৬ বলে ২৪ রান করেন।

এরপর মোসাদ্দেককে সঙ্গী করে ইনিংসের ৩ বল বাকী থাকতে ঢাকাকে জয়ের বন্দরে পৌঁছান চতুরাঙ্গা ডি সিলভাকে। ১ বলে ৬ রান করেন সিলভা, মোসাদ্দেক ২ বলে ১ রান।

কুমিল্লার হয়ে তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান দুটি,খুশদিল শাহ একটি করে উইকেট নেন। এর আগে কুমিল্লার ইনিংসের শেষ ওভারে আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন শরীফুল। ওভাবের প্রথম বলটি ছিল ডট। পরের দুই বলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ দুটি ছক্কা হাঁকান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে হ্যাটট্রিকের স্বাদ নেন শরিফুল। পরের তিন বলে একে একে ফেরান খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে।

আসরে কুমিল্লার নেতৃত্ব পাওয়া লিটন দাস ওপেনিংয়ে নেমে শুরু থেকেই ভুগেছেন। শেষপর্যন্ত তাকে মুক্তি দেন লঙ্কান স্পিনার চতুরাঙ্গা ডি সিলভা। নাঈম শেখের হাতে ক্যাচ দেয়ার আগে ১ চার ও ১ ছক্কায় ১৬ বলে ১৩ রান করেন। লিটনের বিদায়ের পর হাল ধরেন তাওহীদ হৃদয় ও ইমরুল। দুজনের ১০৭ রানের জুটিতে শক্ত ভিত পায় কুমিল্লা।

হৃদয় ফিফটি মিসের (৪১ বলে ৪৭ রান) হতাশা নিয়ে ফিরলেও চলতি আসরের প্রথম ফিফটি হাঁকিয়েছেন ইমরুল কায়েস। দায়িত্বশীল ব্যাটিংয়ে কুমিল্লাকে টেনে নিয়ে গেছেন তিনি। তাসকিন আহমেদের বলে শরীফুলকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫৬ বলে করেছেন ৬৬ রান।

১৯তম ওভারের তৃতীয় বলে ফিফটি মিসের হতাশা নিয়ে মাঠ ছাড়েন তাওহীদ হৃদয়। ১ চার ও ২ ছক্কায় ৪১ বলে ৪২ রান করে ফিরে যান তাসকিনের শিকার হয়ে। ওভারের শেষ বলে ইমরুলকে ফেরান তাসকিন। ৬টি চার ও দুটি ছক্কায় ৫৬ বলে ৬৬ রান করেন কায়েস।

পরে শেষ ওভারে হ্যাটট্রিক তুলে নেন শরীফুল। ঢাকার হয়ে শরীফুল তিনটি, তাসকিন দুটি ও সিলভা একটি করে উইকেট নেন। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.