রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩১ pm

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
তানোরে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর, থানায় অভিযোগ!

তানোরে সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর, থানায় অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি, দৈনিক সকালের সময় ও দৈনিক উপচারসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সোহানুল হক পারভেজের বাড়িতে হাতুড়ি দিয়ে ভাংচুর ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে তার বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আজ ১৭ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে প্রতিবেশিরা।

হামলা ও ভাংচুর করা ব্যক্তিদের বাড়ি তানোর পৌর সদর এলাকার ঠাকুরপুকুর মহল্লায়। হামলাকারীরা হলেন- ওই মহল্লার বাসিন্দা মৃত ফজলুর রহমানের পুত্র বাপ্পি (২৭), আবেদ আলীর পুত্র রুবেল ও রিতা খাতুন, মিজান আলী, রোজিনা, রেসমা ও তৌফিকসহ অজ্ঞাত ব্যক্তিরা।

এঘটনায় ৭ জন নামধারী ব্যক্তির বিরুদ্ধে সাংবাদিক পারভেজ বাদী হয়ে আজ ১৭ জানুয়ারী তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও প্রতিবেশি সূত্রে জানা গেছে, সাংবাদিক সোহানুল হক পারভেজের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হামবুর দিয়ে বাড়ি ভাংচুর করে প্রতিবেশি সন্ত্রাসিরা। এসময় তার মাকে মারধর ও সাংবাদিক পারভেজকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে বলে ওই সন্ত্রাসি বাহিনীর সদস্যরা দেদারসে হুমকি দিচ্ছে। এঘটনায় সাংবাদিক সোহানুল হক পারভেজ বাদী হয়ে আজ বুধবার ৭ জনকে আসামী করে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখবর ছড়িয়ে পড়লে উপজেলায় কর্মরত সাংবাদিকরা হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এবিষয়ে সোহানুল হক পারভেজ বলেন, ১ ও ২ নম্বর আসামীর শশুর ৭ নম্বর আসামী তৌফিক সে চিহ্নিত একজন মাদক সম্রাট। তাদের বাড়ির কাছেই আমার বাড়ি। আমি এ বিষয়ে প্রতিবাদ করি এবং আমার বাড়িতে ১ নাম্বার আসামীর চুলার ধুয়া আমার বাড়িতে ঢুকে এবং এ বিষয়ে তাদেরকে অবগত করলেও কোন কর্ণপাত করেন না। এঅবস্থায় সাংবাদিক পারভেজের বাড়িতে রংমিস্ত্রিরা কাজ করছে। এসময় তাদের চুলার ধুয়ায় মিস্ত্রিরা কাজ করতে বাধাগ্রস্থ হয়। বিষয়টি বলতে গেলে সাংবাদিক পারভেজের বাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয়।

তিনি আরও বলেন, হামলাকারী আসামীরা আমার মা ও আমার ওপর অতর্কিত হামলা চালাই এবং আমার বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও দেশিয় অস্ত্র হাসুয়া ও হামবুর হাতুড় দিয়ে আমার বাড়িতে ভাঙচুর করে। রংমিস্ত্রিসহ এলাকার লোকজনের সামনে অতর্কিতভাবে বাড়িতে হামলা চালিয়ে তার মাকে মারপিট করাসহ অকথ্য জঘন্য ভাষায় গালিগালাজ করে। এমন খবর ওসি সাহেবকে জানানো হলে তিনি ঘটনাস্থলে এসআই আনোয়ারকে পাঠান।

কিন্তু আসামিদেরকে না পেয়ে তারা আবার চলে যান। পরে তারা আবার সাংবাদিক পারভেজকে হত্যার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র হাতুড় দিয়ে আঘাত করার জন্য তেড়ে আসলে জীবন রক্ষার জন্য প্রায় দুই ঘন্টা বাড়িতে অবস্থান করেন সাংবাদিক পারভেজ। এসময় তার মায়ের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। পরে পারভেজের আত্মীয়-স্বজনরা এসে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেন।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে সাংবাদিক পারভেজ লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, সত্যতা প্রমানে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। রা/অ

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.