শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৩৩ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের নতুন শিক্ষা কারিকুলাম বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নাচোল থানা অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, উপজেলা শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, প্রভাষক হুমায়ূন কবির আজম ও জেলা শিক্ষা অফিসারের পরিদর্শক ফজলে রাব্বী।
সমাবেশে সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক (বিজ্ঞান) আমিনুল ইসলাম ।
এসএসসিতে জিপিএ ফাইভ পেয়ে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হয়েছে তাদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, তোসিকুল ইসলাম ও আলম হোসেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক ডকুমেন্টরি নির্মাণ প্রতিযোগিতা ২০২০ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার নাচোল খুরশেদ মোল্লা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ। রা/অ