রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩৪ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর পিএলসি উপশাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে তানোর পৌর সদর গোল্লাপাড়া বাজারস্থ সিরাজ মার্কেটের ২য় তলায় উপশাখা উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়ালী ভাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পিএলসি উপশাখা উদ্বোধন করেন পিএলসি শাখার ম্যানেজিং ডাইরেক্টর আন্ড সিইও মুনিরুল মওলা।
রাজশাহী জোনের ইভিপি ও জোন প্রধান মিজানুর রহমান মিজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, তানোর উপশাখার এসপিও আন্ড ইনচার্জ, আইবিবিপিএলসি একেএম মনোয়ার হোসাইন খান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম।
চাপড়া মহিলা কলেজের অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষ, বিএমডিএর সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, বাজার বনিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সরকারি আব্দুল করিম সরকার কলেজের প্রভাষক রাকিবুল সরকার পাপুল।
এফএভিপি ও শাখা প্রধান কেশরহাট এসএমই/শাখা প্রধান সেরাজুল ইসলাম, সাবেক কমিশনার সিরাজুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা এখলাছুর রহমান।
আলোচনা শেষে অতিথি ও সুধীদের নিয়ে বিশেষ মোনাজাত করেন গোল্লাপাড়া বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম। শেষে মঞ্চে উপবিষ্ট অতিথিদের নিয়ে ফিতা কেটে পিএলসি উপশাখার শুভ উদ্ধোধন করা হয়। এসময় এলাকার ব্যবসায়ী ও সুধীজনরা উপস্থিত ছিলেন। রা/অ