রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:০৪ am
ডেস্ক রির্পোট :
জামালপুরের সরিষাবাড়ীতে গ্যাস সংকটে যমুনা সারকারখানার উৎপাদন ফের বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টা থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারখানা সূত্রে জানা গেছে, দেশের একমাত্র দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা। নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছরের ৫ সেপ্টেম্বর সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টানা ৭২দিন উৎপাদন বন্ধ থাকার পর সংকট কাটিয়ে একই বছরের ১ নভেম্বর গ্যাস দেয় সরবরাহ দেয় তিতাস কর্তৃপক্ষ। পরেরদিন ২ নভেম্বর উৎপাদনে ফিরে যমুনা।
শুরুতে যমুনার দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১হাজার ৭০০মে.টন। গ্যাসের চাপ কম থাকায় তা ১ হাজার ৩৫০ মে.টনে নেমে আসে। উৎপাদনে ফেরার ৭৬ দিন পর সোমবার সকাল থেকেই গ্যাস সংকট দেখা দেয়। দুপুরে গ্যাসের চাপ একেবারে নেমে যায়। বিকেল ৩টায় ফের উৎপাদন বন্ধ করে দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে যমুনা সারকারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় সোমবার বিকেল ৩টায় সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। রা/অ