রবিবর, ০৫ জানুয়ারি ২০২৫, সময় : ১০:৪৭ am
নিজস্ব প্রতিবেদক, বাঘা :
নৈতিক স্খলনের কারণে বহিস্কৃত রাজশাহীর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিবুল ইসলাম রানাকে মারপিটের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। শুক্রবার (১২-০১-২০২৪) রাতে উপজেলার আরিফপুর মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার নওটিকা গ্রামের অকমল প্রামানিকের ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (বহিস্কৃত)।
জানা যায়, গত ৭ জানুয়ারি উপজেলার নওটিকা-আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মারপিটের ঘটনা ঘটে। এতে রেজাউল করিম ও মিশন সরকার আহত হয়। এ ঘটনায় ১১ জানুয়ারি মিজানুর রহমান বাদি হয়ে ছাত্রলীগের সাবেক নেতা সাকিবুল ইসলাম রানাসহ ১০ জনকে আসামী করে মামলা করেন। মামলার তদন্তকারি অফিসার সহকরি পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, এ মামলায় তাকে গ্রেপ্তার করে শনিবার (১৩-০১-২০২৪) আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান মেহেদী হাসান ।
উল্লেখ্য, নৈতিক স্খলনের কারণে ২০২২ সালের ১৯ অক্টোবর রাজশাহী জেলা শাখা কমিটির ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনের কারণে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলামকে বহিষ্কার এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনকে অব্যাহতি দেওয়া হলো। একই সাথে জেলা কমিটিও বিলুপ্ত করা হয়েছে। রা/অ