শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৪৩ am
ডেস্ক রির্পোট :
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১০ জানুয়ারি, ২০২৪। নতুন বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
১৮৬৩ সালের এই দিনে লন্ডনে প্রথম পাতাল রেল চালু হয়। একই শহরে ১৯৪৬ সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। তার দুই বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব মানবাধিকার দিবস ঘোষণা গৃহীত হয়। যার ফলে ১৯৪৮ সাল থেকে সারা বিশ্বে প্রতিবছরের ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।
১০ জানুয়ারি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। অন্যদিকে ১৯৭৪ সালের একই দিনে ভারতীয় অভিনেতা হৃতিক রোশন জন্মগ্রহণ করেন। সূত্র : প্রথম আলো